DAYOUT2G - Find Them All
Find out all vowels and consonants from a string.
একটি string থেকে সকল vowel এবং consonant খুঁজে বের করো ।
Input
The first line of input file contains the number of test cases T(T ≤ 25). Each test case contains a single string. Each string is composed of both uppercase and lowercase English letters and spaces. Each string will contain not more than 100 characters.
ইনপুট ফাইলের প্রথম লাইনে থাকবে টেস্ট কেসের সংখ্যা T(T <= ২৫)। প্রতিটি টেস্ট কেসে থাকবে একটি string। প্রতিটি string এ থাকবে ইংরেজি বড়(A to Z), ছোটো(a to z) হাতের অক্ষর এবং space । প্রতিটি string এ ১০০ টির বেশি অক্ষর থাকবে না ।
Output
● For each case, print three lines of output. Print the case number in first line like “Case X:” without the quotes, where X is the number of test case starting from 1. Print all vowels of the input string in second line. Print all consonants of the input string in third line. Don’t print any space.
● Print all the characters as it is in the input string. If the character is in uppercase format in input string, print it as uppercase. If the character is in lowercase format, print it as lowercase.
● Print the output vowels and consonants, maintaining their original order in input string.
● If there is no vowels in input string, print an empty string in second line. Print an empty string in third line if there is no consonants in input string
● Print an empty line after each case. Check the sample input and output for more details.
● প্রতি কেসের জন্যে তিন লাইনের আউটপুট প্রিন্ট করতে হবে । প্রথম লাইনে প্রিন্ট করতে হবে "Case X:", কোনো কোটেশন চিহ্ন ছাড়া, যেখানে X হচ্ছে ১ থেকে শুরু করে টেস্ট কেসের সংখ্যা । ইনপুট string এর সবগুলো vowel দ্বিতীয় লাইনে প্রিন্ট করতে হবে । তৃতীয় লাইনে প্রিন্ট করত হবে ইনপুট স্ট্রিং এর সবগুলো consonant। কোনো স্পেস প্রিন্ট করো না ।
● ইনপুট string এ অক্ষর গুলো যেভাবে আছে আউটপুট এ সেভাবেই প্রিন্ট করতে হবে।যদি ইনপুট string এ অক্ষরটি বড় হাতের হয় তাহলে আউটপুট এ বড় হাতের অক্ষর প্রিন্ট করতে হবে ।যদি ইনপুট string এ অক্ষরটি ছোটো হাতের হয় তাহলে আউটপুট এ ছোটো হাতের অক্ষর প্রিন্ট করতে হবে ।
● ইনপুট string এ অক্ষর গুলো যে ধারায় আছে, আউটপুট এ vowel এবং consonant গুলো সে ধারায় প্রিন্ট করতে হবে।
● যদি ইনপুট string এ কোনো vowel না থাকে তবে, দ্বিতীয় লাইনে একটি শূন্য বা খালি string প্রিন্ট করো । যদি ইনপুট string এ কোনো consonant না থাকে তবে, তৃতীয় লাইনে একটি শূন্য বা খালি string প্রিন্ট করো ।
● প্রতিটি কেসের শেষে একটি করে শূন্য বা খালি স্ট্রিং প্রিন্ট করো । নমুনা আউটপুটে আরো বিস্তারিত দেখতে পারো।
Example
Input: 3 This is input number ONE Do or Do not there is no TRY We are WHO we choose to be Output:Case 1: iiiuueOE ThssnptnmbrN Case 2: ooooeeio DrDntthrsnTRY Case 3: eaeOeooeoe WrWHwchstb
Added by: | Shafaet |
Date: | 2013-01-17 |
Time limit: | 1s |
Source limit: | 50000B |
Memory limit: | 1536MB |
Cluster: | Cube (Intel G860) |
Languages: | All except: ASM64 |
Resource: | Own problem |