AGPC01E - BONUS - Hatir Matha
ছোট থাকতে আমি একটু বোকা গোছের ছিলাম। আমাকে যারা চেনে তাদের অনেকেই মাথা নেড়ে বলবে, “তুমি এখনও এমন কিছু চালাক চতুর হয়ে যাও নি!” কথাটা হয়তো পুরোপুরি মিথ্যা না, কিছু কিছু বিষয়ে এখনো আমি হাবা গোবা। তবে ছোট থাকতে আমি কিছু কিছু বিষয়ে নয়, একেবারে সব বিষয়ে হাবাগোবা ছিলাম। আমাকে এক নজর দেখলেই চোখের পলকে সবাই সেটা ধরে ফেলত।
আমি যখন ছোট ছিলাম পুরো পৃথিবীটা মনে হত অসম্ভব জটিল। এই জটিল পৃথিবীর নানা কাজকর্ম কেন এভাবে এভাবে চলছে ভেবে আমি কোন কুল কিনারা পেতাম না। কখন কি করতে হবে বা কখন কি বলতে হবে আমি কিছুতেই ঠিক করতে পারতাম না। তাই কথাবার্তা বলতাম খুব কম, কাজ কর্ম করতাম আরো কম। অনেক ভেবে চিন্তে শেষ পর্যন্ত যখন কিছু একটা করতাম প্রায় সব সময় দেখা যেতো কাজটা ভুল। যেমন ধরা যাক আমার বড় মামার ব্যাপারটা।
আমরা যখন সিলেট থাকতাম আমাদের বড় মামা তখন মাঝে মাঝে আমাদের সাথে থাকতেন। বড় মামার নানারকম গুণ ছিল। মামা সিগারেটের ধোঁয়া দিয়ে টেবিলে এক ধরনের বল তৈরি করতে পারতেন। সেটা ফাটিয়ে দিলে ভিতর থেকে আগ্নেয়গিরির মত ধোঁয়া বের হয়ে আসত। খেতে বসে আমাদের খেতে ইচ্ছে না করলে মামা ডাল ভাত মাখিয়ে প্লেটে এক ধরনের কোল বালিশ তৈরি করে দিতেন এবং সেই বালিশটা খেয়ে ফেলা অনেক সহজ ছিল। তা ছাড়াও বড় মামা তিনটি ছবি আঁকতে পারতেন, একজন মানুষ টিউবওয়েল চেপে পানি বের করছে, একটা প্লেন আকাশে উড়ছে এবং একটা পাখি ডানা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। বড় মামা যখন তার ঐ তিনটি ছবির কোন একটি আঁকতেন, আমরা মুগ্ধ দৃষ্টিতে মামার দিকে তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে মামা আমাদের পাখির পালক, প্লেনের যাত্রী বা টিউবওয়েলের পানির ফোঁটা আঁকতে দিতেন এবং সেটা করতে পেরে গর্বে আমাদের বুক দশ হাত ফুলে যেতো। - হাতির মাথা - মুহম্মদ জাফর ইকবাল
তো একদিন মামা আমাদের একটা পাজল দিলেন। পাজলটি নিচে দেয়া হল:
There will be a digit D (0 <= D <=9), and you will have to print a number. What is the number if you may ask? well that is the puzzle!
For example:
if D = 2, you will have to print "3"
if D = 8, you will have to print "5"
Input
Input will contain only one digit D.
Output
In one line you will have to print THE number which is the solution of the puzzle!
Example
Input: 2
8 Output: 3
5
Added by: | imranziad |
Date: | 2017-04-04 |
Time limit: | 1s-10s |
Source limit: | 50000B |
Memory limit: | 1536MB |
Cluster: | Cube (Intel G860) |
Languages: | All |
Resource: | AIUB Girls Programming Contest - Spring 2016-17 |